বাড়িতেস্বাচ্ছন্দবোধ বলতে প্রিয় ও কাছের মানুষদের সাথে যত বেশিক্ষন সম্ভব বাড়িতে অবস্থান করার মাধ্যমে আনন্দঘন ও মনোমুগদ্ধকর সময় কাটানো বুঝায় । বাইরে বন্ধু, সহকর্মীদের সাথে সময় কাটানোর চাইতেও বাড়িতে সময় কাটানো অনেক বেশি আনন্দের অনেক বেশি সুখের । আমারা আমাদের জীবনের একটা বড় সময় বাড়িতে কাটাই এবং এই সময়টাই হল প্রতটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় ।
নিজ বাড়িতে স্বাচ্ছন্দবোধ বাক্যটির সাথে দুটি কথা জড়িত এক নিজ বাড়ি আর অন্যটি হল স্বাচ্ছন্দবোধ। স্বাচ্ছন্দবোধ বলতে আমরা বুঝে থাকি, মনের সমস্ত কল্পনার রঙ্গে আপন ভুবন সাঝাতে পারা । আর নিজ বাড়ি বলতে যে বাড়ির প্রতিটি পরতে পরতে আছে ভালবাসার ছোঁয়া, যে বাড়িতে মিশে আছে আদর, যত্ন, হাসি-কান্না, সুখ-দুখের নানা সৃতি । সারাবেলা দুস্টমি আর চাঞ্চল্যে ভরা সেই বাড়িটি হল নিজ বাড়ি । নিজ বাড়ী যেখানে প্রান খুলে নিঃশ্বাস নেয়া যায়, মন খুলে কথা বলা যায়, ডানা মেলে উড়া যায় নিল দিগন্তে, যেখানে পরিবারের সকলের আদর হৃদয় ছুয়ে যায়, যেখানে আনন্দের ভেলায় ভেসে যাওয়া যায়, যেখানে মন উজাড় করা ভালবাসা পাওয়া যায় ।
মানুষ সামাজিক জীব, সমাজেই মানুষের জন্ম সমাজেই মৃত্যু । জীবন,মরণ এর মাঝামাঝি এই সময়টাতে জীবনেরই প্রয়োজনে মানুষকে প্রানের চাইতেও আপণ ঘর ছেড়ে বাইরে আসতে হয় । মিশতে হয় নানান রকমের নানান মানসিকতার মানুষদের সাথে, এদের মধ্যে কেও কেও আমাদের খুব ভাল বন্ধু, কেওবা সহকর্মী হিসেবে আমাদের সঙ্গ দেয় মনোরঞ্জন করে । বন্ধু-বান্ধব, সহকর্মী এরা হয়তবা খানিক সময়ের জন্য আমাদেরকে আনন্দ দেয় কিন্তু বাড়ি থেকে দূরে থাকার কষ্ট সমসময়ই ঘিরে থাকে । বাইরের পৃথিবী যতই রঙিন হউক না কেন তাতে মনের প্রিয় রঙটি যে থাকে না । এত কিছুর ভিড়ে মন হারালেও মনের মাঝে লুকিয়ে থাকা চঞ্চল শিশুমনটি হারে না । মন পরে রয় মনের বাড়ী আপন বাড়ী । মানুষ জীবনের প্রয়োজনে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন মন যেন শুধু বলে “কবে যাব বাড়ী”।
মানুষ নিজ বাড়িতে এত স্বাচ্ছন্দবোধ করে বলেই মনের রঙে সাজিয়ে তুলে তার আপন বাড়িকে । আনন্দঘেরা সময় কাটানোর সর্বউৎকৃষ্ট স্থান হল নিজ বাড়ি । নিজ বাড়ীর আঙিনা হল সর্বউৎকৃষ্ট বাগান । নিজ বাড়ীর আলো-বাতাস, মাটি-পানি, গাছ-পালা সব কিছুই একান্ত আপন মনে হয় । চেনা মানুষ চেনা পরিবেশে নিজেকেও নতুন ভাবে চিনে নেয়া যায় । আর তাই নিজ বাড়িকে বলা হয় পৃথিবীর বেহেশত । নিজ বাড়িতে থাকার মধ্যে যতটা আনন্দ যতটা সুখ তা আর কোথাও নেই, নিজ বাড়ির বাইরে স্বর্গ সুখ আছে মনে করে অনেকেই পারি জমান পরবাসে কিন্তু কিছুদিন কাটার পরই তাদের ভ্রম কাটে । আমাদের বাংলা সাহিত্তের অমর কবি মাইকেল মধূসুদন দত্ত তেমনি একজন ছিলেন । নিজ জন্মভূমি, আপন বাড়ী ছেড়ে পারি জমিয়েছিলেন সুদূর ফ্রান্সে । কিন্তু খুব স্বাভাবিক ভাবেই সে তার ভুল বুঝতে পেরে নিজ ভূমিতে ফিরে আসার জন্য আকুতি জানাতে থাকে । নিজ ভূমে ফিরে এসেই রচনা করেন অমর সকল শিল্পকর্ম । নিজ বাড়িতে তিনি যে প্রশান্তি খুজে পেয়েছিলেন তা আর পৃথিবীর কোথাও পাননি ।
অর্থাৎ নিজ বাড়ীই আনন্দ, সুখ, হাসি, চাঞ্চল্য, আনন্দঘন, মনোমুগ্ধকর সময় কাটানোর সবচেয়ে উপযুক্ত স্থান। আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্তপূর্ণ সময়গুলো এখানেই কাটাই, বাবা-মা, দাদা-দাদি, ভাই-বোন সহ পরিবারের সবার সাথে সময় কাটানোই হল সবচেয়ে স্বাচ্ছন্দের । সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন, দেশ-মাটি-মানুষদের নিয়ে বেঁচে থাকার স্বপ্ন শুধু নিজ বাড়ির কথা ভাবলেই ভাবা যায় আর এই ভাবনার মধ্যেই লুকিয়ে রয়েছে সর্গ সুখ । নিজ বাড়িতে একটু ঘুমানর তৃপ্তি, আপনজনদের সাথে সময় কাটানোর আনন্দ পৃথিবীর অন্য কিছর সঙ্গে তুলনা করা যায় না ।
View the Original article
0 comments:
Post a Comment