সায়েদেনা ওমার ইসলাম গ্রহন করে অনেক বেশি সুখী ছিলেন এবং কুরাইশ নেতাদের দ্বারে দ্বারে গেলেন এবং বললেন যে তিনি ইসলাম গ্রহন করেছেন।মুসলিম হওয়া একজন মানুষের জন্য অনেক বেশি মর্যাদার তাই মুসলমানেরা সবসময় এই মহান ধরমের সদস্য হওয়ার জন্য আল্লাহ্র নিকট শুকরিয়া আদায় করে।সায়েদিনা ওমার বাড়িতে গেলেন এবং তার সকল পুত্র কে একত্রিত করে বললেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন।ওমার এর বড় পুত্র আব্দুল্লাহ বললেন যে তিনি এক বছর আগেই মুসলমান হয়েছেন কিন্তু ওমার এর শাস্তির ভয়ে সে এ কথা লুকিয়েছিলেন।ওমার ইবনে আল খাত্তাব এটা শুনে অনেক খুশি হলেন এবং তার বাকি সন্তানদের ইসলাম গ্রহন করতে বলেন।
রাসুল(সাঃ) এর সাথে ওমার এর অবস্থার পরিবর্তন থে আমরা বলতে পারি যে ইসলাম ধর্মে প্রবেশের পর ওমারের ইসলাম ধর্মের প্রতি গভীর অনুরাগ তৈরি হয়।ইসলামের প্রতি এই অনুরাগই তাকে সবসময় নিয়ন্ত্রণ করে, কেননা সে ইসলাম কে হৃদয় দিয়ে ভালোবাসতো এর ফলেই সে ইসলাম কে , মুসলমানদের, রাসুল(সা)কে সারা জীবন রক্ষা করে গেছেন।
ওমার এর জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন রাসুল(সাঃ) এর সাথে যোগদানের জন্য।রাসুল(সাঃ)এবং আবু বক্কর সিদ্দিক এবং বাকি সাহাবারা ওমার ইবনে আল খাত্তাব এর পূর্বেই হিজরত করেন।
সকল সাহাবারা মক্কা থেকে মদিনায় অনেক গোপনীয়তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেন কিন্তু ওমার ইবনে আল খাত্তাব মক্কার সব লোক কে বলেন যে তিনি রাসুল(সাঃ)এর সাথে যোগ দানের জন্য হিজরত করছেন।সে ভীত ছিলেননা কেননা তিনি জানতেন তিনি যা করছেন তা ঠিক করছেন এবং তাই আল্লাহ্ তাকে রক্ষা করবে।তিনি অমুসলিম দের দেখালেন যে ইসলাম এবং মুসলমানদের অনেক বেশি সাহস আছে।এই গল্পে সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্বে আমরা বলতে চাই যে রাসুল(সাঃ)সাহসিকতার অভাবে গোপনে হিজরত করেননি বরং তিনি হিজরত কে গোপন রেখেছিলেন কেননা তিনি মুসলমান জাতির নেতা ছিলেন এবং সম্পূর্ণ মুসলমান জাতি কে কাফের থেকে রক্ষা করতে চেয়েছিলেন।অপর দিকে ওমার ইবনে আল খাত্তাব কি করতে জাছহেন তা ঘোষণা করেছিলেন কারন তিনি বিচ্ছিন্ন ভাবে এটি করেছিলেন।
আমরা ওমার এর হিজরত এ ফেরত আসি। ওমার হিজরত এর সময় হাতে তলওয়ার এবং তীর বহন করছিল।তাই মানুষ যখন তাকে দেখল তখন তারা ভাবল ওমার যুদ্ধে যাচ্ছে।হিজরত এর পূর্বে ওমার কাবা ঘর কে ৭ বার প্রদক্ষিন করেন এবং নামাজ পরেন এবং তারপর সেই মহান যাত্রা শুরু করেন।
চলবে……………
You can also read this article in English Here
View the Original article
0 comments:
Post a Comment