আরবি ভাষার উৎপত্তিস্থল

on Saturday, August 25, 2012

The Origins of the Arabic Language

আরবি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা গুলোর মধ্যে পঞ্চম অবস্থানে আছে এবং এর প্রায় ২০০ মিলিয়ন মানুষ আছে যারা প্রতিদিন এই ভাষা ব্যবহার করে।পৃথিবীর ২২ টি দেশে এটি দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণপশ্চিম এশিয়া থেকে উত্তরপশ্চিম আফ্রিকার প্রায় ২০০ মিলিয়ন এর অধিক মানুষ এই ভাষা ব্যবহার করে এবং এই এলাকা কে বলা হয় আরব বিশ্ব।আরবি প্রথমে কিছু যাযাবর জাতি কর্তৃক ব্যবহৃত হতো যারা আরবের উপদ্বীপ গুলোতে ঘুরে বেড়াতো।ইসলাম ধর্ম ছড়িয়ে পর আরবি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা গুলোর একটি তে পরিনত হয়েছে।
একজন মুসলমানের জন্য আরবি শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ তার পবিত্র গ্রন্থ কোরআন শরিফ আরবিতে নাজিল করেছেন এবং তিনি তা ১১ বার উল্লেখ করেছেন।তাই মুসলমানদের লক্ষ কুরআন কে বোঝা এবং রাসুল(সাঃ) এর সুন্নাহ কে বোঝা।
আরবি মুসলমানদের কাছে ধর্মীয় ভাষা কেননা মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফ আরবি ভাষায় ৭ম শতকে নাযিল হয়েছে।আরবি ভাষা মধ্য প্রাচ্যে ছড়িয়ে পড়ে কেননা ধর্ম বিভক্তির সময় বেশিরভাগ মানুষ ইসলাম কে তাদের নতুন ধর্ম হিসেবে গ্রহণ করে।আরবি ভাষা সমাজে প্রাচীন এবং আধুনিক ২ই চালু আছে।যদি কেউ ভালোভাবে আরবি ভাষা আয়ত্তে আনতে চায় তবে তাকে প্রাচীন এবং আধুনিক উভয়ই শিখতে হবে।মুসলিম একাডেমী নির্ভরযোগ্য,আরামদায়ক এবং কম টাকায় আরবি শিক্ষার সুযোগ দেয় যা অভিজ্ঞ স্থানীয় আরবের শিক্ষক দ্বারা পরিচালিত ফলে তা নিয়মিতভাবে উচ্চ ফলাফল দেয়।
বিভিন্ন এলাকার নতুন মানুষেরা ইসলাম গ্রহণ করে এবং পবিত্র গ্রন্থ কোরআন পাঠ করে।ফলে তারা নিজেদের ভাষা পরিবরতন করে আরবি ভাষা কে মাতৃভাষা হিসেবে গ্রহণ করে।আরবি ভাষার অনেক উপভাষা আছে।প্রাচীন আরবি ভাষা যা কোরআন এর ভাষা যা মক্কার উপভাষা যাকে এখন সৌদি আরব বলা হয়।এর কিছুটা পরিবরতিত রুপ আধুনিক আরবি হিসেবে বই, খবরের কাগজ,এবং রেডিও, টেলিভিশানে, মসজিদে,দুই দেশের মধ্যকার কথা বারতায় ব্যবহৃত হয়।
নতুন সমাজ আরবি গ্রহণ করার সাথে সাথে এটি অনেক এলাকায় ছড়িয়ে পড়ছে কেননা অনেক ছোট উপজাতি তাদের স্থানীয় ভাষা পরিবরতন করে আরবি গ্রহণ করছে।এই অল্প পরিবর্তন আধুনিক আরবি উপভাষার পরিবর্তন চিহ্নিত করেছে।আমরা বুঝতে পারি যে দুইটির উদ্দেশ্য ভিন্ন কিন্তু সাধারন ভাষার কিছু চাহিদা এবং কিছু ইসলামিক বিষয় পাঠে পরিণত করা হয়েছে মুসলমানদের সুবিধার জন্য এবং তাদের সাহায্যের জন্য যারা মুসলমান নয় কিন্তু আরবি ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
you can see english by click here


Related Posts Plugin for WordPress, Blogger...

About the author



View the Original article

0 comments: